-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা ।
তুমি হে যুবক যৌবনের দিকে তাকিয়ে
বলতেই পারো
সব শক্তিই তোমার
তবু পৃথিবীর কোন শক্তি কোনো উত্তর
দেবেনা
সমর রণে অস্ত্র হাতে নিয়ে বলতেই পারো
সব বিজয়ই তোমার
তবু অশুরেরা থাকবে নীরব আপনার গর্দান
নীচু করে
অন্ধকার ঘনিয়ে এলে তোমার বাহুবলে
তুমি লুটিয়ে যাবে যুদ্ধ রণে, পরাজিত শক্তি
নহে তোমার হে যুবক!
তুমি এক বিজয়ী সৈণিক!
হাজারো প্রত্যাশার প্রবাহিত তরঙ্গ !
যোদ্ধা তুমি, শত বাধার সম্মুখে
দাঁড়িয়ে
যদি বলো, তুমি মুক্তির প্রতীক,কি করে
পরাজয় আসবে ?
সব বিদ্রোহীরা হবে অবরুদ্ধ ।
----------------------------------12-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment