-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
বিবেকের
চোখ অন্ধ হলো ।
মানুষের
নৈতিক আলোকে অন্ধকার করলো তার লোভ ।
বিজয়
পরাজিত হলো হিংসা দ্বন্দের হোলি খেলায়..
ক্ষমতার
চূড়ায় কিংবা অর্থের মোহে মনুষ্যত্বকে বলিদান দিলো
হুজুগের
নাটাই ছেড়ে দিলো সীমাহীন গগণে..
এক
মিথ্যের অগ্রাসনে আত্তার রক্ত প্রবাহ
আজ
ছুটে চলেছে সমগ্র শিরা উপশিরায়
কোথাও
বিশ্বাস নেই, কোথাও ভরসা নেই..
বাহ্যিক-
অন্তরে দৃষ্টিহীন দূরত্ব !
অন্তরের
সত্যটা চেঁচিয়ে উঠলো সে..
দম
বন্ধ হয়ে মরি মরি মুহূর্তে একটু বাঁচার আকুতি..
একটা
সিগারেটের আগুন যেন জ্বলে জ্বলে যাচ্ছে
মানুষের
মনুষ্যত্বকে
তার
পবিত্র আত্তাকে..
মানুষ
আর মানুষের মধ্যে নেই
অগ্নি
চুল্লিতে পোড়া এক অভিশপ্ত ছাই ।
দুষ্টের
স্পর্শে বিরহী সুর যেন প্রাণের পরতে পরতে
অসহায়
মুক্তির পতাকা !
তার
দেহ প্রাণ পরাজিত সৈনিকের মতো নতশির ।
আর সে ওঠে দাড়াতে পারলো না ।
একটা
সিগারেটের আগুন যেন জ্বলে জ্বলে যাচ্ছে
মানুষের
মনুষ্যত্বকে
বাহ্যিক-
অন্তরে দৃষ্টিহীন দূরত্ব !
-------------------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।
No comments:
Post a Comment