ে - কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
কেউ
জানে না একেকটি ভোট বাজারে কি দামে
বিক্রি
হয়ে গেছে-
কোন
জ্ঞানহীন বিবেকেও এতো অজ্ঞতার স্পর্শ্ নেই আর,
কেউ
বিক্রি হয়ে গেছে ভোটের বাজারে কিংবা
ওয়াদা
করেছে অর্থের লোভে !
প্রার্থী
যেন ক্রেতার ভূমিকায় অলি গলি পাড়া মহল্লায়
দিবালোকে
কিংবা আঁধারে হাজারো ভঙ্গিতে..
আলোহীন
নেতার প্রদীপ !
তবু
জয়ধ্বনি ! তবু শ্লোগান !তবু উত্তাল !
ভোটারেরা
ছুটেছে দলে দলে প্রতীকের পিছন পিছন কিংবা
অর্থের
লোভে অযোগ্য মেধাহীন পেশী শক্তির বাঁকে বাঁকে…
রক্ত তন্ত্র যেখানে রক্তিম জলে লিপিবদ্ধ
গণতন্ত্রের মুক্তি সেখানে চিরকাল অবরুদ্ধ ।
মুক্তির
বুকে এতো দীর্ঘশ্বাস !এতো দৈন্যদশা
অর্ধেক
তার ভোটারের, বাকী অর্ধেক প্রার্থীর
সবটুকু
রাষ্ট্রের ।
এমন
নোংরা লোভী প্রার্থী ভোটারের তামাশা..
আর কতদিন লুণ্ঠিত হবে গণতন্ত্রের প্রত্যাশা ?
অনেক ভোটার নিজের অন্ধত্বে নিজেই পথ ভুলে যায়,
গণতন্ত্র হারায় সভ্যতা
জাতি হারায় মুক্তি
কেউ
জানে না একেকটি ভোট বাজারে কি দামে
বিক্রি
হয়ে গেছে-
প্রার্থী
ও ভোটারের মধ্যে অলিখিত চুক্তি আজ যেন
গভীর
আঁধারে কিংবা দিবালোকে…
গর্জে
ওঠেছে, কেউ জানে না !!
কে
যোগ্য, কে অযোগ্য নাই বিচারে !
প্রতীক
কিংবা অর্থ্ ভোটারের দুয়ারে..
আলোহীন
নেতার প্রদীপ !
তবু
জয়ধ্বনি ! তবু শ্লোগান !তবু উত্তাল !
রক্ত তন্ত্র যেখানে রক্তিম জলে লিপিবদ্ধ
গণতন্ত্রের মুক্তি সেখানে চিরকাল অবরুদ্ধ ।
------------------------------------------------
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment