-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি কে হও হে ?
তুমি কি বাঙ্গালী
কিংবা বাংলাদেশী ?
তুমি কি দেখেছো কিংবা
শুনেছো !
সেই বিদ্রোহীদের রক্তাক্ত
মহরা ?
হে আমি শুনেছি!ওই
সময়ে বিদ্রোহীরা চাইনি এ মায়ের স্বাধীনতা!
এতে আমি দোষের কিছু
দেখি না-
হে দোষের অনেক কিছু
দেখি, যখন দেখি ওরা এখনো
পরাজিত শক্তির আজ্ঞা
বহে এই বঙ্গ বুকে..
আমি মেনে নিতে পারি
না, আমি মনকে বুঝাতে পারিনা
ওরা কেমন বাঙ্গালী
কিংবা বাংলাদেশী !
আসলে তুমি কে হও হে
?
তোমাকে তো কখনো দেখিনি
আমি ওই শহীদ মিনারে, ওই স্মৃতি সৌধে
লাল-সবুজ পতাকা হাতে
কখনো তো শুনিনি গেয়ে
উঠতে-” আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি” ।
অথচ মায়ের কোলেই আছো!
বীর দর্পেই আছো !
এ কেমন বাঙ্গালী কিংবা
বাংলাদেশী তুমি?
আসলে তুমি কে হও হে
?
এ মা তো তোমার নয়
ওহে বিদ্রোহী—
এ মা শুধু মুক্তি
যুদ্ধ চেতনার !
এ মা শুধু বাঙ্গালীর!
এ মা শুধু বাংলাদেশীর!
কিন্তু তুমি কে হও
হে ?
------------------------------------29-12-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment