Saturday, February 23, 2019

এ এক বেদনার উপন্যাস




                                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আগুন, তুমি মানুষগুলোকে এভাবে পুড়িয়ে দিবে, আমি ভাবেই পারিনি !
মানুষকে নিখিল থেকে তুলে নিয়ে
তুমি
এখনো দাউ দাউ জ্বলছো এই সংসারে,অলি-গলি দোকানপাট, ঝলসে দিচ্ছো
অগণিত মানুষের প্রাণ !
তোমার লেলিহান শিখা ছুঁয়ে গেছে আমার কোমল প্রাণ,অন্তহীন সীমানা,অসংখ্য
মানুষের আহাজারি,গগণ বিদারী কান্নার রোল
তোমার গর্ভে শুধু মানুষের সঞ্চিত অমূল্য ধনের ছাই,অগণিত স্বপ্নের সমাধি
মানুষকে নিখিল থেকে তুলে নিয়ে
তুমি
অশুরের শক্তিতে পোড়াচ্ছো ঘুমন্ত মানুষকে,কেড়ে নিচ্ছো মানুষের স্বপ্ন
আমি ভাবেই পারিনি !

একি তোমার কোন অভিমান? নাকি মানুষের ভুল !
হয়তো মানুষেরই—
নয়তো বা কেন তোমার পছন্দের এতো দাহ্য পদার্থ্, ক্যামিকেল-
কিংবা তোমার লোভনীয় এতো কিছু !
তোমার কাজ তুমি ঠিক করেছো কিন্তু মানুষেরা ?
তোমার ক্ষধার্ত্ রাজ্যে-
বার বার এগিয়ে দিচ্ছে, তোমাকে ক্ষেঁপিয়ে তুলছে
আর তুমি ?
তার প্রতিদান দিচ্ছো অক্ষরে অক্ষরে-
হে বিবেক আঁখি মেলে দেখ, মানুষের ভুলে মানুষেরা আজ নিঃস্ব!

মানুষেরা ভুলে গেছে আগুন এক অশুরের শক্তি
সুযোগ দিলেই-
শিকারের মতোই রক্ত মাংস পুড়ে  খাবে, উপহার দিবে জ্বীবন্ত সামাধি !
এ এক বেদনার উপন্যাস ,” চকবাজার ট্রাজেডী”
--------------------------------------------23-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment