-কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা ।
জ্ঞানের উৎসেরা ধীরে ধীরে কারারুদ্ধ হচ্ছে ডিজিটাল
কারাগারে-
ইন্টারনেট কিংবা প্রযুক্তির
অগ্রাসনে জ্ঞানের পাখিরা
ধরা পরে
আর দেখেই না বই খুলে
অসংখ্য কবি সাহিত্যক
কিংবা জ্ঞানীগুনি মানুষের লেখাগুলো ভুলে
জ্ঞান আজ নিস্ফল,
জ্ঞানের উৎসেরা জ্ঞান
পাখিদের বৈরাগে অনেকটা দুর্ব্ল !
কবির কবিতাগুলো বইয়ের
পাতায় পাতায় এতিমের মতো
সাহিত্য কিংবা উপন্যাসগুলো
অন্ধকার কুটিরে
একা একা পড়ে আছে
কেউ দেখার নেই!
কবে আসবে সেই শুভদিন
?
বই পড়ে জ্ঞান পাখিরা
শোধিবে অবহেলিত জ্ঞান কুঞ্জের ঋণ !
এক ভয়ঙ্কর অশনি সংকেত!
জ্ঞানের উৎস ছেড়ে
মানুষেরা ছুটিছে এক অন্ধকার কুটির
যে কুটিয়ে শুধু ওঁত
পেতে আছে জ্ঞানহীন মূর্খদের হৃঙ্কার!
এটা কি নয় জ্ঞান পাখিদের
অপমান ?
বই কেবলই বই জ্ঞান
উৎসের মহা- উত্থান
জ্ঞানীদের চিনেছে
আল্লাহ,পথ ভুলেছে শয়তান !
জ্ঞানের উৎসেরা এখনো
জেগে আছে ওই পাঠাগারে
ডিজিটাল অগ্রাসনে
জ্ঞানের পাখিরা যেন না ঝরে!
এক ভয়ঙ্কর অশনি সংকেত!
জ্ঞানের উৎসেরা ধীরে
ধীরে কারারুদ্ধ হচ্ছে ডিজিটাল কারাগারে-
ইন্টারনেট কিংবা প্রযুক্তির
অগ্রাসনে জ্ঞানের পাখিরা
ধরা পরে ।
------------------------------23-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment