Saturday, February 23, 2019

আমি বলছি না




                                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি বলছি না আমারই হতে হবে, আমি চাই
তুমি হও সেই একজন !লক্ষ শহীদের অর্জিত পতাকা,
শুধু হৃদয়ের ভেতর  থেকে খুলে দাও চেতনার দুয়ার
না যেন শুনি মুখে মুখে
তুমি শহীদ মিনারের, তুমি স্মৃতি সৌধের, তুমি লাল-সবুজের!

ভয়তো তখনই জাগে প্রাণে ! যখন দেখি তোমাকে—
এক নিষিদ্ধ দূর্গে আত্মসর্মাপণ করেছো
আমি বলছি না অমারই হতে হবে, আমি চাই
তুমি হও সেই একজন ! লক্ষ মায়ের ইজ্জতে পাওয়া লাল সবুজের আঁচল
তোমাকে আমার আদর্শী হতে বলছি না,
শুধু বলছি তুমি হও সেই বিরঙ্গনা মায়ের, শুধু বলছি তুমি হও রক্তে রচিত সংবিধানের

আমি জানি, তুমি না বুঝেই ছুটেছো ওইদিক ! তোমাকে বিভ্রান্ত করা হয়েছে
তোমাকে জানতে দেওয়া হয়নি-
এ মায়ের জন্ম কথা !
এ মা যে তোমার, শুধুই তোমার !
আমি চাই তুমি ফিরে এসো, মায়ের কোলে ফিরে এসো-
যে আঁচলে আঁকা আছে শুধু লাল-সবুজের মিলাতী !

আমি বলছি না আমারই হতে হবে, আমি চাই
তুমি হও সেই একজন ! লক্ষ শহীদের উত্তরসূরী, এ মায়ের অতন্ত্র প্রহরী!
তুমি খুলে দাও ভেতর থেকে খুলে দাও চেতনার দুয়ার!
কেউ যেন না বলে বিভক্ত সংবিধান, বিভক্ত প্রাণ—
সবে যেন গেয়ে উঠে এই সুরে গান..
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি !
তবু প্রশ্ন জাগে-
মুক্তি যুদ্ধের পক্ষে তোমার মনে এতো দ্বিধা কেন ?

আমি বলছি না আমারই হতে হবে, আমি চাই
তুমি হও সেই একজন! যেখানে তুমি হবে লাল-সবুজের কান্ডারী ।
-------------------------------------------29-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




No comments:

Post a Comment