-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
সেই হতে শুরু সংশয়;মুক্তি
ক্রমে ছিন্ন,
নিষিদ্ধ দ্বার উম্মোচন
করেছে যত ঘৃণ্য,
গণতন্ত্রের নামে ডেকেছে
ওই অশুভ দৃষ্টি
আজো বুঝেনি জনতা বুঝেনি
ওদের কৃষ্টি
নিধন চলে যোদ্ধাদের,
সংবিধান আক্রান্ত,
জাহেলী যারা ধর্মের
নামে, তারা তো ভ্রান্ত
মুখোশধারী দেশ প্রেমিক
নিষিদ্ধ করে বৈধ!
আসলে ওরা কি ছিল এই
বাংলার আদৌ ?
এ জাতি শত্রুদের পারেনি
আজো চিনতে
ছদ্মবেশে আমাদের মাঝেই
আছে আপনার স্বার্থে
কবে ফিরবে !কবে ফিরবে
জনতার চৈতন্য?
নিষিদ্ধ শুত্রুদের
শুদ্ধ করেছে ক্ষমতার জন্য ।
ওরা ভুলে গেছে সেই
একাত্তুরের মুক্তি যুদ্ধ,
আয় তোরা আয় চৈতন্যের
যুদ্ধে করি অবরুদ্ধ
শহীদের রক্ত আজো ঢেউ
তুলে হৃদয় অঙ্গন
মায়ের ইজ্জত আজো চিৎকার
করে সর্ব্ক্ষণ
তুব তোরা বুঝিস না
,তবু তোরা চিনিস না
লক্ষ শহীদের রক্তে
পাওয়া স্বাধীনতার প্রদীপ !
ক্ষমতার স্বার্থে
নিভে গেছে আজ নিভে গেছে.
কোমল জনতা জিম্মি
হয়ে আছে.
এক ছদ্মবেশী অভিনেতার
কাছে ।
নিষিদ্ধরা আজ মাথা
মাথা চাড়া দিয়ে উঠেছে…
ওহে অবিনাশী চেতনা
আজি হয় তৈরী
ভয় নেই ওরে ভয় নেই
এ বাঙ্গালী করবেই
পরাজয় আজে যত বৈরী ।
সেই হতে শুরু সংশয়;মুক্তি
ক্রমে ছিন্ন,
নিষিদ্ধ দ্বার উম্মোচন
করেছে যত ঘৃণ্য ।
----------------------------------26-12-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment