Saturday, February 23, 2019

চেতনারা এখনো পরাজিত




                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
জাতি মুক্ত ভূখন্ড পেয়েছে, একটি স্বাধীন পতাকা পেয়েছে
বিজয়ের উল্লাস করতে পেরেছে-

শুধু পারেনি চেতনাকে জাগাতে, চেতনারা এখনো পরাজিত!
আজো বিজয়ের মধ্যে দেখি চেতনাহীন পথ ভ্রষ্টের উত্তাপ
জাতি বুঝেনা কত রক্তে লেখা এই লাল সবুজের চিঠি
কত প্রাণের বিনিময়ে রচিত জাতির এই মহাকাব্য ।

জাতি স্বাধীন হয়েছে, লাল সবুজ নিশানা পেয়েছে..
শুধু পায়নি  এখনো প্রাণ হতে আসা
এই বিজয়ের প্রতি ভালবাসা—
স্বাধীনতা উৎসব যেন হেরে গেছে কতিপয় গোষ্ঠির অগ্রাসনে.
চারিদিকে দেখি, শুধু দেখি স্বার্থের মিছিল -ছলনার মিছিল
আর ছদ্মবেশীদের মিছিল !

ভুলে গেছি আজ ভুলে গেছি স্বার্থ্ পরের মতো ভুলে গেছি
লক্ষ শহীদের রক্তে আঁকা- লক্ষ মায়ের ইজ্জতে পাওয়া..
এই লাল-সবুজের মানচিত্র !
এখনো দেখি বিভক্ত, এখনো দেখি বিদ্রোহীদের দোসর, এখনো দেখি স্বাধীনতা বিরোধী !
সমস্বরে গাইতে শুনিনা- আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
আজো দেখিনা শহীদ মিনারে দেখিনা, আজো দেখি না স্মৃতি সৌধে দেখি না.
ওই দোসরের উত্তরসূরীদের-

ওরা এখনো এই বুকে বীর দর্পে !
মায়ের স্বাধীনতাকে অবজ্ঞা করে চলেছে অবিরত-
এখনো স্বীকৃতি দেয়নি, এখনো স্বীকার করেনি লাল-সবুজের সংবিধান ।
অপমান করেছে বিজয়ের মর্যাদাকে
এ কেমন জাতি সত্ত্বা ওদের ?
.
জাতি মুক্ত ভূখন্ড পেয়েছে, একটি স্বাধীন পতাকা পেয়েছে
বিজয়ের উল্লাস করতে পেরেছে-
শুধু পারেনি চেতনাকে জাগাতে, চেতনারা এখনো পরাজিত!
---------------------------------------------------23-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




No comments:

Post a Comment