Saturday, February 23, 2019

তোমাকে স্বাগতম- হে নবীন ভোটার




                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
নবীন ভোটারেরা চোখ বুজে নয়,ওরা জ্ঞানী,ওরা বুঝে ব্যবধান!
প্রার্থীরা যতই করুক আপনাকে জাহেরী চিনে যাবে তরুণ প্রাণ !

ওহে নবীন! ওহে নবীন!
তোমরা চিনে নিবে তোমার আসনে কে বা কারা আছে রবি,
এখনই লিখ আজই লিখ সেই মুক্তির কবিতাখানি - ওহে নবীন কবি
এক চৈতন্যর প্রত্যাশায় ডেকেছি তোমাকে-
তাকে ভোট দিও যে ভালবাসে লাল- সবুজ পতাকাকে

আজ দেখ, চৌদিকে দেখ কালো টাকা আর পেশী শক্তি-
প্রতীকের ছায়া তলে ডাকছে তোমাকে ডাকছে
সেইসব  প্রসনের চুক্তি
ওহে নবীন, হুজুগে দিও না, কারো কথায় দিও না-
তুমিই হবে আগামীর কান্ডারী এ কথা ভুলে যেও না ।
ভোট এলেই শুনবে -তুমি শুনবে কত অসাধারন উক্তি-
মনে রেখ, এ এক ছলনাময়ী প্রাণের  নত শির ভক্তি !

তোমার আসনে তারি প্রতীক লুকেছে কি মুক্তি যুদ্ধ ?
তবে রুখে দাঁড়াও, আজি দাঁড়াও - আজি কর অবরুদ্ধ
ওহে নবীন, তুমিতো মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী হুঙ্কার-
ভোট দাও বুঝে শুনে ভোট দাও- গর্জে উঠে আরেকবার
এখনই সময় ছদ্মবেশী দেশ প্রেমিক মীরজাফরকে থামাবার—
ওহে নবীন ভোটার,
তোমরাই সেই বঞ্চিত জনতার আলোকিত অহংকার ।

ওহে নবীন,
 তোমার সঠিক ভোটই পারে বদলাতে এ দেশ !
আসতে পারে যোগ্য নেতা তুমি চাও যেমন শেষ
স্বাগতম! তোমাকে স্বাগতম- হে নবীন ভোটার-
বুঝে শুনে দিয়ে ভোট প্রয়োগ কর অধিকার ।

নবীন ভোটারেরা চোখ বুজে নয়,ওরা জ্ঞানী,ওরা বুঝে ব্যবধান!
প্রার্থীরা যতই করুক আপনাকে জাহেরী চিনে যাবে তরুণ প্রাণ !
---------------------------------------12-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





No comments:

Post a Comment