Saturday, February 23, 2019

লক্ষ শহীদের বিজয়ী নিশান



                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
বেহুশ আবেগীরা ছুটিছে আজকে বাংলায়,
অলি গলি নানা ঐক্য দেখি নষ্ট পাড়ায়।
বিদ্রোহী মন খোঁজে বেড়ায় স্বার্থের পথ,অন্ধ চোখ;
তাই মুক্তির আলো অন্ধকারময় এ মর্তলোক,
কেবলি এখানে স্বাধীনতার বাক্য আগুনে পুড়ায়!

আজো চৈতন্য জাগেনি, নবীন প্রজন্মের কোণে,
হুজুগেরা বার বার আঘাত হেনেছ লাল-সবুজের বনে;
বিজয়টাকে কলংঙ্কিত করতে যে সব আত্নারা অধীর
কিছু না বুঝেই সমর্থ্ন দিয়েছে প্রতীকের শিবির ।
অথচ যোদ্ধারা মুক্তি এনেছিল দুর্বার গর্জনে-

আদশর্দহীন উৎসবে মরে গেছে মন আজকের দিনে,
ন্যায়-নীতি বিচার বিশ্লেষন কে আছে ভাবে মনে?
যাকেই দেখি এক অন্ধ উম্মাদনে..
ছুটিছে প্রতীকের পিছুন মাঠে ময়দানে
হউক সে কানা খোড়া ল্যাংড়া বোবা..
চিনে না জন্ম ধরনি, চিনে শুধু প্রতীকের মাতা-বাবা !

অসংখ্য তর্ক্ শুনেছি অহেতুক হিংস্র গর্জনে..
সত্যকে উপেক্ষা করে হুজুগের উদ্ধোধনে’
আজকে কিন্তু আবার এসেছে পালা বদলের নির্বাচন
মুক্তি যুদ্ধের মাপ কাঠিতে হবে কি অনুধাবন?
আসতে হবে ফিরে আপনাকে সংশোধনে ।

ভোটার হয়েছি যখন আপনাকে শুদ্রাতে চাই.
আমার ভোট আমি দিবো লাল-সবুজ যেথায় পাই
মুক্তি যুদ্ধের চেতনায় দৃঢ় শপথ নিয়েছি তাই.
এ অন্তরে দিব না, দিব না কোন বিদ্রোহীর ঠাঁই
আমার মনেতে রাখিনি কোন প্রতীকের আসন,
রেখেছি শুধু- লক্ষ শহীদের বিজয়ী  নিশান।
-----------------------------------11-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




No comments:

Post a Comment