Saturday, February 23, 2019

ওরা দিশেহারা



                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে শুনো-
ওহে শুনো বঙ্গ বাসি, জাগ রে যত
দেখ রে গর্বিত পতাকা ভাগ্যহত!
যত ছদ্মবেশী আজি করিছে বিদ্রোহীরে সঙ্গনী
পর করিছে মুক্তিকে শত্রুরে কাছে টানি-
নব যোদ্ধা দেখি ওহে বঙ্গ জননী,
ওহে ওই ওরা সমাগত ।

রক্তে রঞ্জিত বিজয়ী পতাকা মুক্তি যুদ্ধের
আজ সর্বনাশে! নিভে গেছে চৈতন্য জনতার!
ঐহিত্য গ্রাসী দৈত্য- যারা!
মুক্তি যুদ্ধের ইতিহাস করিছে সর্ব্হারা !
ওই দেখ,
ঐক্য গড়িছে ছদ্মবেশীরা ক্রমাগত ।

তোদের বিজয়-
নব রূপে সাজিছে আজি লাল-সবুজের প্রান্তরে !
মুক্তি যুদ্ধের দাগ নেই সেই যোদ্ধাদের অন্তরে-
ওরা এক মোহের কান্ডারী ওহে দুঃখীনি মা
আজিকায় ওরা ভুলে গেছে ঐত্যির গড়িমা
হবে কি নবীন চৈতন্যের জাগরন ?
শুধু দেখি, চৌদিকে দেখি নব বিদ্রোহীর প্রসহন!

ওহে শুনো,
সেই যুদ্ধের যোদ্ধারা পথহারা !
ওরা দিশেহারা -আপন স্বার্থে দিশেহারা-
নীতি নৈতিকা ভুলে আজ ওরা সর্বহারা !

ওহে নবীন প্রজন্ম-
মুক্তি যুদ্ধের গর্বিত পতাকা নিয়ে দাঁড়া সবে আজ-
ওরে ভয় নেই, ওরে ভয় নেই ওহে আগামীর তাজ
ভেঙ্গে ফেল, রুখে দে ঘাতকের দাবানল-
জাগা ওরে জাগা  সেই একাত্তরের মনোবল ।
বিজয়ই তোদের চৈতন্যের শক্তি..
লাল-সবুজই তোদের ঐক্যের চুক্তি
কে দমাবে তোদের রক্তে পাওয়া মুক্তি ?

ওহে শুনো,
সেই যুদ্ধের যোদ্ধারা পথহারা !
ওরা দিশেহারা -আপন স্বার্থে দিশেহারা-
-------------------------------11-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment