-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
নবীণেরা বুঝতো যদি জাতির হৃদয়
তাদের ঘিরে প্রত্যাশা কতোখানি,
বিনিদ্র রজনী জেগে থাকতো দল বল
আপনাকে যোগ্য করার স্বপ্ন বুঁনি
।
আলালের ঘরের দুলালেরা জানতো যদি
পিতা- মাতার কষ্ট কতোখানি- কতোদুর
কখনো করতো না আপনার পিতাকে অপমান
তারা বুঝতো , তারা বুঝতো মায়ের স্বপ্ন কতো দুর!
লেখা পড়ার মূল্য বুঝতো কখনো যদি
নিষিদ্ধ পথে পথে দিতো না রক্তের
দাগ,
সদা অনিষ্ট সিংহাসন হতে নেমে এসে
অন্যায়ের বিরুদ্ধে তুলতো অগ্নি তুফান
!
ওহে নবীণ আয় ফিরে আয় আলোর মশান নিয়ে
আয়
তোরা তো আগামীর প্রত্যাশা জাতির
অদম্য দিশারী-
তারা শুধু তারা জানে অবাধ্য সন্তানের
যতনা কতো;
পিতা-মাতার হৃদয় ভেঙ্গে দিয়েছে যে..
তবুও প্রাথর্না তবুও প্রাথর্না অবিরত
।
ফিরে আয় ফিরে আয় আলোর পথে ফিরে আয়
।
-------------------------------------29-11-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment