Saturday, February 23, 2019

মিথ্যা অভিমানে




                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
কেউ যেন চেঁচিয়ে উঠল হৃদয়কে ঝাঁকি দিয়ে
কে ? কে? কে?
কেউ যেন আমার বুকের মধ্যে উঁকি মারছে উঁকি মারছে
বারবার চমকে উঠছি !

কই ? কেউ কোথাও নেই তো ! তবু কেউ একজন
অনুভবের ভিতরে
স্পর্শ্ করে যাচ্ছে খুব স্পর্শ্ করে যাচ্ছে স্পন্দনে স্পন্দনে
রক্ত কণিকার প্রবাহে প্রবাহে…

রক্ত ক্ষরণটা গভীরে, শিরা উপ-শিরায় -অস্থি মজ্জার কোষে কোষে
ডানে বায়ে সবদিকে..
অনুভূতিরা প্রচন্ড বেগে জাগছে, সহ্যের সীমানা পেরিয়ে জাগছে
কিন্তু কেন ?
 কে সে হৃদয়ের ঘুম ভাঙ্গানো !
যাকে ইতিমধ্যে মিস করছি খুব মিস করছি.
সে কি তুমি ? যাকে ভালবেসে ফেলেছি

স্পষ্ট বুঝতে পারছি, বুকের মধ্যে তুমি -শুধু তুমি
চেঁচিয়ে উঠছো হৃদয়কে ঝাঁকি দিয়ে-
হায়, তবু সেই তুমি
হৃদয়ের ভাষা বুঝ না !
প্রেমহীন কারাবাসে বন্ধী হয়ে আছো এক মিথ্যা অভিমানে ।
---------------------------------29-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment