Wednesday, February 13, 2019

আমি চাই তুমি ফিরে এসো




                                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওই অদৃশ্য শক্তিকে  ভুলে যাই কি করে ! এতো ভাবতেই পারি না
অথচ মন থেকে মুছে ফেলে
কত প্রাণ
চলছে এই নিখিলে,ছুটছে এই সংসারে,ভুলে গেছে তাকে
শয়তানের ইশারায়,শিরক করছে অবলিলায়,ঘুরছে
মুক্ত জমিনের আলোহীন পথে পথে, এই প্রাণেরা
বুঝেনা কোন অদৃশ্যের করুনায় আজ পৃথিবীতে!

অন্তরের ভাঁজে ভাঁজে মহর খোচিত কপাট লেগে আছে
অথচ মন থেকে মুছে ফেলে
প্রাণেরা
দুনিয়াবী মোহে মোহে ফোটাচ্ছে দোযখের ফুল
এতো ভাবতেই পারি না ।
একটা কিছু হৃদয়ের গভীরে,প্রচন্ড গভীরে স্পর্শ্ করে আমাকে
আমি গোলাম সেই অদৃশ্য শক্তির
আমি নতশির তার পদতলে
আমি পানা চাই সেই বিধাতার, যার নিকট
অঙ্গিকার করে এসেছি আমি-

আমার এই আর্তনাদ ঘুরপাক খেতে খেতে
পৌঁছবে কি আল্লাহর দরবারে?
আমি চাই তুমি ফিরে এসো, প্রতি নিঃশ্বাসে ফিরে এসো
গোলামের অন্তরে ফিরে এসো-
যেন পথ ভ্রষ্ট না হই এই ক্ষণিকের দাবানলে-
ওহে ফিরে এসো তুমি, ফিরে এসো
মিশে যাও স্পন্দনে আমার ।
----------------------------------13-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




No comments:

Post a Comment