--কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
এর আগে আর কোনোদিন আমি
এতো হলুদ প্রজাপতি দেখিনি !
আজ দেখেছি ঝাঁকে ঝাঁকে হলুদ প্রজাপতি আমার
চৌদিকে
মনে হলো সব যেন এলো মেলো
বুকের ভাঁজে ভাঁজে রোমাঞ্চিত স্পর্শ্
!
মুক্ত নিখিলে হলুদ রঙে চিত্রিত সারা
শরীর
অপূর্ব্ লাগছিল বেশ!
স্পর্শিত পাঁপড়িগুলিও উঁকি ঝুঁকি
মারছিল ঠিক নাগালেই
নিশীত ডাকাতেরা ওঁত পেতে আছে
সেইদিকে খেয়াল নেই কারো-
হলুদ প্রজাপতিরা ডানা মেলে দিয়েছে মুক্ত
সমীরনে
আজ ক্ষত বিক্ষত হচ্ছে পোকাদের শুলে
শুলে-
মুহূর্তেই বসন্তে নেমে এল এক বিরহের
কাঁটাবন !
তবু প্রজাপতিরা বুঝেনা-
এ বসন্ত ওদের নয়, এ বসন্ত অনিষ্টের!
যে বসন্ত আমি দেখেছি সে বসন্ত
ফাল্গুনের, সে বসন্ত প্রকৃতির
এ বসন্ত কোকিলে! এ সুর সব প্রাণের-
শুধু জাগাতে হবে মনুষ্যত্বের বসন্ত !
আজ দেখেছি ঝাঁকে ঝাঁকে হলুদ প্রজাপতি আমার
চৌদিকে
তখনই মনে হলো বাংলাদেশের কোথাও
লাল-সবুজের প্রজাপতি নেই,আজ কিছু ভিন জাতির
প্রজাতি!
আছে কিছু দুষ্টর হোলি খেলা-
বসন্তের ফুলগুলি হয়েগেছে অনিষ্টের
মিলন মেলা !
প্রকৃতির কোকিল আর দেখিনা
দেখি শুধু পথে ঘাটে
হলুদ প্রজাপতি ।
এর আগে আর কোনোদিন আমি
এতো হলুদ প্রজাপতি দেখিনি !
------------------------------13-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment