Wednesday, February 13, 2019

এক কৃত্রিম ভালবাসার উৎসব




                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

ভালবাসার পাখিরা উড়ে যাচ্ছে অশুরের হাট
ভীড় লেগেছে রাস্তা ঘাট দোকানপাট
হাতে হাতে ফুলের তোরা, বেহুশ মাতাল শরীর
ভালবাসার পাখিরা উড়ে যাচ্ছে অশুরের হাট

বিষম ভাঙ্গছে চৌদিকে আপনার হাড়ি
ভাঙ্গছে হৃদয়ের খাঁচা,জীবনের স্বপ্ন,সুখের সংসার,
মুছে যাচ্ছে ভালবাসার মানচিত্র।
ভালবাসার বুক চৌচির হয়ে যাচ্ছে নিঃশব্দে
এক দিবসের উম্মদনায়
বেপোরোয়া মৌমাছিন ঝাঁক
বিষাক্ত ফুলে ফুলে
ভালবাসা পালাচ্ছে হৃদয় ছেড়ে দিগ্বিদিক! ইন্টারনেট
মোবাইলকে নিয়ে প্রেমিক প্রেমিকা দিশেহারা
নগ্ন চিতার মতো যাচ্ছে ছুটে
আনাচে কানাচে নির্লজ্জ নৃত্য,বাহারী পোশাকে জাগ্রত শরীরের চিহ্নগুলো
এক দিবসের উম্মাদনা সবখানে, কিন্তু হৃদয়ের খরতাপ
দাউ দাউ জ্বলছে আপন সংসারে
তবু পথ ভ্রষ্টের আলিঙ্গনে থরো থরো
ভালবাসার পাখিরা-

এ জাতিকে বাঁচাও এই অন্ধকার পথ থেকে,তরুণ তরুণীকে বাঁচাও
কৃত্রিম ভালবাসাকে পুড়িয়ে ফেলো প্রকৃত স্পর্শে
হৃদয়ের অতলে কিংবা পবিত্র স্পন্দনে
জাগিয়ে তুল অকৃত্রিম ভালবাসা-

তুমি বলেছিলে,
আমাকে ভালবাসা দিবে, প্রতিদিন দিবে, প্রতি মুহূর্তে দিবে-
এ জাতিকে বাঁচাও হে আলো,
আমাদের হৃদয় চলছে এক কৃত্রিম ভালবাসার উৎসব!
-------------------------------13-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment