-কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা ।
তোমার উপস্থিতির প্রতিটি মুহূর্ত্
ফুটন্ত গোলাপের মতো
মনোরম !
হৃদয়ের ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিও
অন্তহীন নদীর কল্লোল,
তোমার একটুখানি দর্শ্ন মেঘহীন কালো
রাত্রির
সিগ্ধ জ্যোৎস্না
যে মুচকি হাসি হৃদয়ের ভাষাকে জাগিয়ে
তুলে,সে তুমি
যখন ছুটে যাও ভালবাসার হাটে রাঙ্গা
শাড়ী পড়ে কিংবা
একটি গোলাপ হাতে ।আমি ব্যথিত হই, খুব
ব্যথিত হই!
তুমি যখন আমাকে আড়াল করে ভিন
সংস্কৃতির উম্মাদনায়
মেতে উঠ পথে ঘাটে কিংবা অন্য কোথাও---
আমি ব্যথিত হই, খুব ব্যথিত হই !
তুমি যখন চলে যাও ভালবাসার হাটে-
মনে হয় যেন হৃদয়ের কুটিয়ে আবার হিম
যুগ নেমে আসে
আমার ভালবাসার মন্দিরে যে প্রদীপ
জ্বলে আছে
সে তো তোমার শুধু তোমার, প্রতিটি মুহূর্তের
জন্য তোমার
তবে কেন একদিবসের পিছনে পিছনে এতো
সরগোল?
তোমার স্পর্শের প্রতিটা অনুভূতিই
একেকটি কবিতা, হৃদয়ের মহাকাব্য কিংবা
অনিঃশেষ ভালবাসার বসন্তকাল
তোমার প্রতিটি শব্দই যেন সেই খরস্রোতা
ধর্ণা ধারার কলধ্বনি,
তোমার অপলক দৃষ্টি যেন
এ হৃদয়ের সূর্য্দয়-
তাই তুমি যখন চলে যাও ভালবাসার হাটে-
আমার পৃথিবীতে নেমে আসে অনন্ত আঁধার।
যতোক্ষণ তুমি থাকো আমার নিকটে,
ভালবাসার গোলাপগুলো
ফুটতে থাকে হৃদয়ের প্রতিটি শাখে শাখে-
তুমি প্রতিটি মুহূর্তের, তুমি প্রতিটি
দিনের
আর হৃদয়ের ভালবাসা চির অনন্তের ।
তবে কেন একদিবসের পিছনে পিছনে এতো
সরগোল?
-----------------------------14-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment