Thursday, February 14, 2019

পথ ভ্রষ্ট বিবেক



                                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
এক বিবেকের নিকট গিয়ে বলি;
ক্ষমতাবান বিবেক তুমি একটি উপকার করতে পারো ?
বিবেক বলে আমার পকেট ভরে আমার অভিসারে
যদি এগিয়ে আসতে পারো, তবে
হয়তো বা হয়ে যাবে তোমার উপকার !

বুক ফাটা কান্না কণ্ঠে বলি;
হে বিবেক তুমি কি আমাকে একটি উপকার করতে পারো?
উঁচু নীচু সবে বলে ফাইলে ফাইলে কিছু লাগে,
এই সিন্ডিকেট বিবেকের ভেতর যদি তোমাকে মানিয়ে নাও, তবে
হয়তো বা হয়ে যাবে তোমার উপকার !

এক বিবেকের নিকট গিয়ে বলি; আমি অসহায়,
হে বিবেক দয়া করে করবেন কি উপকার ?
বল্লাম তো, ধর্য্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে, বের হও
ছাড়বো কোন ফাইল! যদি না দাও
সিন্ডিকেটের বদলা—

শুধু একটু ন্যায্য অধিকার পাওয়ার জন্য
এই পথ ভ্রষ্ট বিবেক,আমাকে বার বার ক্ষত বিক্ষত করেছে
ততবারই করেছে যতবারই ঘুষ না দিয়েছি-
এরূপ বিবেকের কাছে নতজানু থাকবো কতোকাল ?
আর কতোকাল ?
-----------------------------------14-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment