Saturday, February 16, 2019

এখন তো ভালবাসাটা নেই


 
 
                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এখন তো ভালবাসাটা নেই, তবু সেই অনুভূতিটা আজ শুধু
তাকেই খোঁজে ফিরে;
হৃদয় তরঙ্গের মাঝি যখন হৃদয়ে
প্রেমের ঢেউ তোলে,তার
অনুভূতি জুড়ে লাগে এক দীর্ঘ্ শিহরণ! এক অনুপম স্পর্শ্

কিন্তু যখন হৃদয় ভুলে এক বাহ্যিক আকর্ষণে
প্রেমের চিহ্নগুলো উম্মাদ হয়ে উঠে ডিজিটাল ফ্রেমে
তখন প্রেমিক প্রেমিকাদের যৌবিক চাহিদা ধেয়ে আসে নগ্ন উৎসবে
এক নষ্ট ধ্বনি বাজে হৃদয়ের স্তরে স্তরে
আর এতেই বিপন্ন হয় ভালবাসার প্রকৃত মহিমা!

যখন হৃদয় শুধু স্বপ্ন দেখে বাহ্যিক চিহ্নগুলো,যৌবিক
তারণাগুলো ব্যাকুল হয়ে উঠে প্রেমের অন্তরালে
তখন ভালবাসার শিল্পে কলঙ্ক নেমে আসে
আর প্রেম হয়ে উঠে চির বিরহের স্থাপনা-
আধুনা ডিজিটাল প্রেম ঠিক যেন উম্মুক্ত বউ !

এ কালের প্রেমিক প্রেমিকেরা হত্যা করে ফেলেছে
ভালবাসার প্রকৃত মহিমা !
এত সহজেই প্রেম হয়! ভাবতেই প্রেমের সংজ্ঞা ভুলে যাই
আমি তোমাকে ভালবাসি
এ যে এক হৃদয়ের সৃষ্টি; এ যে এক স্বর্গিয় অনুভূতি!

প্রেমতো এক হৃদয় থেকে আরেক হৃদয়ের অদৃশ্য যুদ্ধ!
অনুভূতির দীপ্ত উচ্চারণ-
প্রেমিক প্রেমিকাদের প্রখর চৈতন্য-
এখন তো ভালবাসাটা নেই, তবু সেই অনুভূতিটা আজ শুধু
তাকেই খোঁজে ফিরে;
--------------------------------16-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment