-কবি মোঃ আমিনুল
এহছান মোল্লা।
আমার ভিতরে এক রোমাঞ্চিত প্রবাহ
সবাই বলে তুমিই সে কিনা সন্দেহ
আমি বলি সত্যি সত্যি কেউ একজন নাচে
তার অনুভূতি ছাড়া এ প্রাণ কি বাঁচে ?
এক শিহরণ সদা জেগে আছে পথে
শুধু নেই তুমি নেই প্রেমের খেয়া ঘাটে
!
তবু হৃদয় আকাশে সূর্য্ উঠেছে বটে!
কেবল তুমিই এ প্রাণের স্পর্শিত তুলি
তুমিও হাসলে, ভালবাসবে কি হৃদয় খুলি
তবে শুরু কর প্রাণের গর্জ্ন
আমি আছি, তোমারই আছি খুলে প্রাণ -মন ।
আমার ভিতরে এক রোমাঞ্চিত প্রবাহ
সবাই বলে তুমিই সে কিনা সন্দেহ ।
--------------------------------16-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment