Saturday, February 16, 2019

আমি তো চেয়েছিলাম বিজয়




                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
এ পরাজয়ের সীমান্ত তুমিই খুলেছো
আমি তো চেয়েছিলাম বিজয়-
তোমার হৃদয় জুড়েছিল এক অহমিকার খেলা

তুমি শুধু খোঁজেছো, অর্থের মাঝে খোঁজেছো হৃদয়ের ঠিকানা
তুমি এসেছিলে কাছে, খুব কাছে
আবার দূরেও গিয়েছো আপনার খেয়ালে-
ঠিক অনেকটা কাল স্থির হয়েছিলাম !

তুমিই দিয়েছিলে কথা,কিন্তু
এ পরাজয়ের সীমান্ত তুমিই খুলেছো
তবু সব কিছু বুকে নিয়ে বেঁচে আছি।

আজ দেখ,কোন পরাজয়ই ছোঁয় না আমাকে
শুধু এক  অনুভূতি নিজ থেকে এসে তাড়াচ্ছে
দিয়ে যাই বিজয় তোমাকে-

এ পরাজয়ের সীমান্ত তুমিই খুলেছো
আমি তো চেয়েছিলাম বিজয়-
-------------------------------16-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment