Saturday, February 16, 2019

তার চেয়ে বেশী দহ হই


কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
******************************
একটা বুলেট আর কতোটুকু রক্ত ঝরাবে ?
একটা বোমা আর কতোটুকু ক্ষত বিক্ষত করবে?
আগুন আর কতোটুকু পোড়াবে ?
তার চেয়ে বেশী দহ হই
যখন দেখি তোমাকে মাদক নেশার দাবানলে দাউ দাউ জ্বলছো !
অফুরান হচেছ ক্ষয় জাতির ভবিষ্যৎ

মাদকের মতো আর অতো নয় বুলেট বোমা আর অগ্নি সন্ত্রাস ।
এরা রক্ত ঝরালেও তবু কিছু থাকে
স্বপ্ন থাকে
যদিও এরা একেকটি রক্তক্ষয়ী ছোবল
কিন্তু মাদক পোড়ালে আর কিছুই থাকে না
কোন প্রত্যাশা থাকে না
কোন স্বপ্ন থাকে না
শুধু থাকে শক্তিহীন কঙ্কাল কিংবা মেরুদন্ডহীন ভবিষ্যৎ!

তার চেয়ে বেশী দহ হই
যখন দেখি তোমাকে মাদক নেশার দাবানলে দাউ দাউ জ্বলছো !
---------------------------------------16-02-2019, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment