-কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
জনতার ভাষা বোঝে না এই বাংলায় কেউ আর
দেশের অগণিত জ্ঞানী গুনি মহারতি
মঞ্চে মঞ্চে দেখি যত সমাহার
স্তরে স্তরে ক্ষমতা একই রঙে সব
জনতার অধিকারে নীরব!
চাটুকার আলোচক ঘিরে আছে সব দল
জনতার ভাষা বোঝে না কোন
গ্রাম গঞ্জ শহর উঁচু- নীচু মহল
মনে মনে শুধু ক্ষমতা আর ধন!
ক্ষমতার গন্ডিতে দুর্নীতির বাজনা
রন্ধে রন্ধে সখ্যতা তার, ক্ষমতা জনতার
ভাষা বুঝে না !
নেতৃত্ব দেখে না আর হৃদয়ের দাগ
চ্যালা ফেলা আছে যত বিষাক্ত নাগ,
পথে ঘাটে অলি গলি দুষ্ট বানর
ঘরে ঘরে দেখি শুধু অজগর, অজগর!
ক্ষমতা জনতার ভাষা বুঝে না ! জনতার
ভাষা বুঝে না
ওই চেয়ারের প্রহরী !
----------------------------17-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment