Sunday, February 17, 2019

তোমাকে পরাজিত করেই




                                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,
তোমার দূর্গে আঘাত হানবো বলে অস্ত্রটা তৈরী রেখেছি
অনেকদিন ধরে রেখেছি-

তোমার সীমানায় মহরা দিয়েছি,অনেকবার দিয়েছি
 অস্রটাকে তাক করেছি
যুদ্ধ করবে বলে হুঙ্কার দিয়েছিলে, গর্জে উঠেছিলে
আমি এসেছি, তোমার সাথে যুদ্ধ করতে এসেছি
তোমাকে পরাজিত করেই
আমি বিজয়ের নিশানা উড়াব , বীর দর্পে উড়াবো

তোমার দূর্গে আঘাত হানবো বলে অস্ত্রটা তৈরী রেখেছি
অনেকদিন ধরে রেখেছি-
তুমি কি প্রস্তুত হে দূর্গের মহারাণী ?

তোমাকে পরাজিত করেই
রচনা করে যাব এক সন্ধির কবিতা
এক প্রেমের মহাকাব্য ।
-------------------------------- 31-10-2018,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment