-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ঝাঁকে ঝাঁকে পেঙ্গুইনকে
খুব নজর দিয়ে দেখেছি
ইদানিং তারা মারমুখী
হয়ে উঠছে- খুব মারমুখী!
ঐতিয্যের কালো পোশাকটাকে
কলঙ্কিত করছে ধূলোবালিতে
বিভক্ত হয়ে পড়ছে দলে
দলে..
চিৎকার করছে শ্লোগানে
শ্লোগানে পথ ঘাট অলি গলি.
ভুলেগেছে আপানার কন্ঠ
স্বর, বদলে ফেলেছে গায়ের পোশাক
অপমান করছে নিজের
গোত্রকে-
এখন ওরা শুকুনের দালাল
বিষাক্ত সর্পের সহচর!
পর্যটকেরা ভয় পায়!
বড়ী বেশী লজ্জা পায় !
ওরা শূল বিঁধাচ্ছে,
বিপরীত পক্ষকে শুল বিঁধাচ্ছে
হয়েনার মতো কামড়াচ্ছে
নতশির করছে আপনার
ধর্মকে ।
এখন ওরা পেঙ্গুইনের
অবয়ব মাত্র ।
সমদ্র সৈকতে আর শুনি
না মধুর মিলনের ডাক..
ঝাঁকে ঝাঁকে দেখিনা
সুনীল আকাশে কিংবা সমুদ্রের তরঙ্গে তরঙ্গে..
সাবধান ! সাবধান
! হে পেঙ্গুইন প্রিয় প্রাণ !
এখন ওরা শুকুনের দালাল
বিষাক্ত সর্পের সহচর!
ঝাঁকে ঝাঁকে পেঙ্গুইনকে
খুব নজর দিয়ে দেখেছি
ইদানিং তারা মারমুখী
হয়ে উঠছে- খুব মারমুখী!
-----------------------------------1-11-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment