-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
শুনেছি তুমি খুব জ্ঞাণী
গুনি কিংবা বুদ্ধি জীবিদের মহারতি.
শুনেছি সার্টিফিকেট
আছে ভুড়ি ভুড়ি
আছে পদ পজিশনের ছড়াছড়ি
আছে অর্থ্ ক্ষমতার
বাহাদুরি-
আছে শুধু জারিজুরি—
শুনেছি তুমি খুব জ্ঞাণী
গুনি কিংবা বুদ্ধি জীবিদের সেনাপতি..
তবে কেন দেখি না জাতির
কল্যাণে তোমার জ্যোতি ?
ওহে জ্ঞানী গুনি বুদ্ধিজীবি
কৃষক- তাঁতি- কামার-কুমার
–জেলে
মেহনতি শ্রমজিবী
আছে কি কোন দুর্ণীতিবাজদের
দলে ?
দেখেছি আমি ওইসব তথাকথিত
বুদ্ধিজীবিদের ভয়ঙ্কর ছোবল !
ওরা ছদ্মবেশী জাতির
সেবক,
ওরা নিশাচর রক্ত শোষক
!
ওরা ঘোষখোর –দূর্নীতিবাজ-
নীল নকশার অধিশ্বর !
ওরা গণতন্ত্রের আড়ালে
স্বৈরাচার.
ওরা কেড়ে নেয়, ওরা
কেড়ে নেয়ে সাধারণ মানুষের অধিকার ।
শুনেছি তুমি খুব জ্ঞাণী
গুনি কিংবা বুদ্ধি জীবিদের মহারতি..
তবে কেন তোমায় ঘিরে
আছে দুর্নীতিবাজের তকমা ?
ঘোষখোর আরো কতো কি
উপাদি !
যেখানেই দুর্নীতি
সেখানেই তোমাকে দেখি-
এ কেমন বিচার হে-
জ্ঞাণী গুনি বুদ্ধিজীবি ?
তোমাদের কারনেই এ
জাতির কপালের নাম্মার ওয়ান উপমা –
বাংলার কৃষক শ্রমিক
মেহনতি মানুষই লাল-সবুজের প্রতিমা ।
---------------------------------------1-11-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment