-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
ওহে নিন্দুক! তোরই মাঝেই তোর বিজয়
প্রান্তর,
তবে কেন অপরকে দোষে কুলুষিত করিছস
অন্তর?
তুই হেরে গেছিস হায়, শ্রেষ্ঠ প্রাণের
দিবাকর-
উদিবে না কভূ সেই সোনালী সূর্য্ এই নশ্বর ।
তুই মঞ্চে মঞ্চে গেয়েছিস শুধু
পরনিন্দার গান !
দেখিসনি কভূ আপনের ভিতর অপরের জয়গান
তুই এক হিংসুটে ! চেয়েছিস শুধু সত্যের বলিদান !
অহেতুক ছুটেছিস শুধু আপনাকে করে অপমান
।
সংকীর্ণ্ প্রেম, বিস্তৃত লোভ তুলিছে
তোর আওয়াজ
তুই নহে তোর নশ্বর ভবে ভুলে গেছিস তুই
আজ
ওহে নিন্দুক! খোঁজে নে তুই মুক্তির
পথ-
থেমে যাবে নতুবা থেমে যাবে তোর বিজয়
রথ!
ওহে নিন্দুক!
অভিশপ্ত তুই পথ হারায়ে জ্বলেছিস
অগ্নিবান,
তোর পক্ষে কখনো কেউ গাইবেনা জয়গান
তুই পরাজিত! তুই ঘৃণিত! ইহ-পর ভুবন-
সত্যেরা সদা জিতেছে ওগো জানিবে এ
প্রাণ ।
ওহে নিন্দুক! তোরই মাঝেই তোর বিজয়
প্রান্তর,
তবে কেন অপরকে দোষে কুলুষিত করিছস
অন্তর?
----------------------------------------5-12-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment