-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
যে
ফুলকে অবজ্ঞা করেছো রাগ- অনুরাগে
সে
তো হারায়নি , সে তো হারায়নি
এখনো
ফোটে আছে, এখনো জেগে আছে সবুজের শাখে শাখে..
যে
ফুলকে অবজ্ঞা করেছো রাগ- অনুরাগে
সে
তো জেগে আছে শত কোটি হৃদয়ের ফুলে ফুলে
জেগে
আছে সৌরভ সুবাসে
হাজার
প্রেমিকার মালায় মালায় ।
যে
ফুলকে অবজ্ঞা করেছো রাগ- অনুরাগে
আজ
দেখ, চেয়ে দেখ
সে
জেগে আছে এক তরঙ্গিত প্রেমিকার ভেলকুনিতে.
এখানে
নেই কোন অবজ্ঞা, নেই কোন অপমান, নেই কোন অবহেলা ।
যে
ফুলকে অবজ্ঞা করেছো রাগ- অনুরাগে
সে
আর নেই, সে আর নেই,
তোমার
বাগানে নেই,
সে
ফোটে আছে এক অনুপম প্রেমিকার ফুলদানিতে..
------------------------------16-10-2018
।,রাওনাট,কাপাসিয়া, গাজীপুর ।
No comments:
Post a Comment