Saturday, February 2, 2019

ভালবাসা পেয়েছো কি ?




                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে তুচ্ছতাকে একদিন দম্ভ অহংকার মনে করতে
যে ভালবাসাকে অপমান করতে ক্ষণে ক্ষণে
চেঁচিয়ে উঠতে অশুরের মতো
রক্ত ঝরাতে প্রেমিকের কোমল প্রাণে প্রাণে
অসম্মান করতে
কারনে- অকারনে !

যে রূপের ঝলককে যৌবনের মুকুট মনে করতে
সে উত্তাল ভাঁজে ভাঁজে দাগ পড়ে গেছে
আবেদনের অস্থি মজ্জাগুলো ঝিমে গেছে
এখন আর কেউ শুনে না
তোমার ডাক শুনে না !

যে তুচ্ছতাকে একদিন দম্ভ অহংকার মনে করতে
সে অভিশাপ ই তোমাকে ঘিরে আছে..
ঘিরে আছে এই সাঁঝের বেলা ।


সে তুচ্ছাতেই আজ তোমাকে কুঁটে কুঁটে খাচ্ছে..
আজ ছুটেছো পাগলের মতো ছুটছো প্রেমের সন্ধানে
শুনেছি প্রেমিক পেয়েছো
ভালবাসা পেয়েছো কি?

সেই তুমি আছো, নেই শুধু প্রেম, নেই শুধু প্রেমিক ।
----------------------------------16-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



No comments:

Post a Comment