-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
মসজিদে নেই , অন্তরে
নেই সেই বিধাতার বাণী!
হাট বাজারে অলি গলি
ধর্মের ঝগড়া শুনি
নামাজে দেখিনা রোজায়
দেখি না
ছদ্মবেশী যে প্রাণ !
জন্ম সুত্রে পেয়েছো
মুকুট লক্ষকোটি প্রাণ
কর্মে যে নেই শান্তির
নিশান ওহে মুসলমান ।
এনছো যদি ইমান তাঁহার
হওরে আগোয়ান
ইসলাম ধর্মের মৌলিক
নিশান উড়াও পালোয়ান ।
তৌহিদি ধর্মে সেবা
কর্মে কোথায় তোমার নাম ?
আজ যা দেখি
আপন স্বার্থে করছো
ধর্মের বদনাম ।
নেইকো তুমি কাজ কর্মে ইসলাম নিশান তলে
বাতিলি জাহেলী -ফ্যাতনা
ফ্যাসাদ
তোমার জীবন পালে ।
মসজিদে নেই , অন্তরে
নেই সেই বিধাতার বাণী!
হাট বাজারে অলি গলি
ধর্মের ঝগড়া শুনি
নামাজে দেখিনা রোজায়
দেখি না
ছদ্মবেশী যে প্রাণ !
------------------------------------16-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment