Saturday, February 2, 2019

পিঞ্জরের খানিক নীচে




                                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
পিঞ্জরের খানিক নীচে রয়েছে স্পন্দন,
সামান্য ভাবলেই বুঝা যায়;
কিন্তু সে বুঝে না, তার স্পন্দিত অনুভূতিতে
কি এক বার্তা পাঠায় মুহূর্তে মুর্হূতে ।

আমি বুঝি, কণিকাগুলো আবিস্কার করে ফেলেছে তোমাকে,
এক অবুঝ পাগলের মতো নিরন্তর ছুটে বেড়ায় মস্তিস্কের স্ফুলিঙ্গে স্ফুলিঙ্গে
তরিৎ গতিতে জাগায়ে তুলে সর্বাঙ্গ -

স্পন্দন বাগানে ফুটে আছে এক অনুভূতির ফুল,
নাম তার তুমি, শুধু তুমি !
নিভৃতে হত্যা করে চলেছো !নীল হয়ে গেছে শরীরের প্রতিটি স্তর
তবু তুমি, শুধু তুমি !
পিঞ্জরের খানিক নীচে রয়েছে স্পন্দন,
সামান্য ভাবলেই বুঝা যায়;

পুড়ে পুড়ে যাচ্ছে শরীরের প্রতিটি অস্থি মজ্জা
ভালবাসার ডাকাত যেন ঢুকে গেছে দুঃখীর কুটিরে
সে আর কেউ নয়
তুমি, শুধু তুমি ।

পিঞ্জরের খানিক নীচে রয়েছে স্পন্দন
সামান্য ভাবলেই বুঝা যায়-
-------------------------2-02-2019।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।







No comments:

Post a Comment