-কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
কাছে এসো, একটু কাছে- কে যেন বুকের
মধ্যে
উৎপাত করছে- কাছে এসো-
এখুনি আমার বুকের ভিতরে কে যেন
ঢুকে গেল !
অচিন পথে সারাদিন ঘুরেছি অনকে দূরে
দূরে
কিন্তু কে যেন পিছন পিছুন খুব পিছন
একদম ভিতরে-
স্পর্শ্টা পাচ্ছি, ঢের করে পাচ্ছি
তবু ছোঁতে পারছিনা আপন করে পাচ্ছি না
কেউ যেন স্পন্দিত কুটিয়ে ঢুকে গেল !
খুব ভিতরে
অনেক দূরে দূরে-
তবু হাত দিয়েছি, ছোঁতে চেয়েছি, বার
বার চেয়েছি-
কাছে এসো, একটু কাছে-
বহু পথ ঘুরে এসেছি! সন্ধ্যা ঘনিয়ে
এলো-
ভিতরের সূর্য্টা নিভে যাচ্ছে-
কে আছো ? ভিতরে কে আছো ?
বেড়িয়ে এসো, চিৎকার করে বলো-
কাছে এসো, একটু কাছে , চিৎকার করে বলো
ভালবাস -
বুকের ভিতর যেন শুধু একটি নাম………..
একদম ভিতরে-
স্পর্শ্টা পাচ্ছি, ঢের করে পাচ্ছি
---------------------------------02-02-2019
।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment