-কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা ।
শেষ প্রহর যদি নেমে আাসে, দেখা হবে
এমনই প্রান্তরে-
হাজার প্রাণের সঙ্গ পাবো,তবু জাগবে না আমার প্রাণ
আহা, কি এক নিষ্ঠুর পথ চলা, এ জীবনের
অন্তিম বেলা
একে একে সারিবদ্ধ দাঁড়িয়ে বিদায়
জানাচ্ছো আমাকে
আহা, কি সঙ্গই না দিতে আমাকে !
আজ দেখ, আমি একা , বড় একা ,এক নিথর
লাশ !
আমি শুয়ে আছি, আমি শুয়ে থাকবো দীর্ঘ্
নিরালয়-
এই ক্ষণিক নশ্বরে আমি অনেক ঘুরেছি,তোমাদের
মাঝেই
কাটিয়েছি জীবনের মুহূর্ত্গুলো-
এক স্বপ্নের বিজ্ঞাপনে সাজিয়েছি প্রেমের
ধরনী! আজ সব রিক্ত!
আজ সব রিক্ত !
আমি চলে যাচ্ছি, অনেক দুরে চলে
যাচ্ছি, এক অনন্ত পথে যাচ্ছি
ক্ষমা করে দিও বন্ধুরা আমার, ক্ষমা
করে দিও নিখিলের যত অন্যায়
আমি আজ অসহায়, বড় বেশী অসহায়-
শেষ প্রহর যদি নেমে আাসে, তোমাকেও
আসতে হবে এমনই প্রান্তরে
সেদিন তুমিও শুয়ে থাকবে শত জনতার ভীড়ে
এক অনন্তের অপেক্ষায়-
শুনেছো কি আমার দীর্ঘ্শ্বাস ?
আমিও তো প্রাণবন্ত ছিলাম, আজ আর নেই!
আজ আর নেই!
শেষ প্রহর যদি নেমে আাসে, দেখা হবে
এমনই প্রান্তরে-
আহা, কি এক নিষ্ঠুর পথ চলা, এ জীবনের
অন্তিম বেলা ।
প্রস্তুত হও,এই মুহূর্তে প্রস্তুত হও, ওহে উপস্থিত প্রাণ
এ প্রাণের মুক্তি ওই রাসুলের পথ
আল্লাহর সংবিধান ।
--------------------------------------02-02-2019
। রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment