-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা।
মানুষের মনুষ্যত্বের কোন জন্ম হয় না
তাকে জন্ম দিতে হয়-
কেননা মানুষই কেবল সেই মূল্যবোধের
জন্মদাতা
মানুষই পারে নব জন্ম দিতে
মনুষ্যত্ত্ব কেউ নাম রাখেনি,আপন কর্মে
লিখেছে শিরোনাম
মানুষই শ্রেষ্ঠ, মানুষই সেরা
অবয়ব দেখে মানুষ ভেবেছি,মানুষের মাঝেই
অমনুষ্যত্ত্ব লুকায়ে আছে
মানুষ দেখে মানুষ বলা কঠিন! হয়তো
সহজেই বলে ফেলি
আমরা মানুষ , আমরা শ্রেষ্ঠ !
অথচ আমরাই ভুল পথে চলেছি
আমরাই অমানুষ হয়েছি-
আমরাই বিচারের মুখোমুখি, আমরাই
কাঠগড়ায়-
কেউ মানুষকে শিরোপা দেয় না, অর্জ্ন
করে নিতে
হয় মনুষ্যত্ব দিয়ে-
মানুষের মনুষ্যত্বের কোন জন্ম হয় না
তাকে জন্ম দিতে হয়-
মনুষ্যত্ত্ব কেউ নাম রাখেনি,আপন কর্মে
লিখেছে শিরোনাম-
-----------------------------------2-02-2019
।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment