-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
ইদানিংকালে কিছু একটা
উৎপাত করছে ভিতরে ভিতরে
যতবারই তাকে ধরতে
গিয়েছি কিংবা ছোঁতে গিয়েছি.
ততবারই আড়াল হয়ে গেছে
সীমানা পেড়িয়ে..
কিন্তু পিছু তো ছাড়ছে
না , বার বার ফিরে আসে
খুব গভীরে ফিরে আসে
।
ইদানিংকালে কিছু একটা
উৎপাত করছে শিহরণে শিহরণে
ব্যাকুল করে তুলছে
-পাগল করে তুলছে
উৎপাত চলছে তো চলছে অবিরাম চলছে
তবে কি সে আমাকে ভালবাসে
?
ইদানিংকালে কিছু একটা
উৎপাত করছে স্পর্শে স্পর্শে
জাগিয়ে তুলছে সুপ্ত
চেতনাকে, খুব জাগিয়ে তুলছে
যতবারই কাছে গিয়েছি
কিংবা বুকে নিতে চেয়েছি
ততবারই আড়াল হয়ে গেছে
স্বপ্ন ভেঙ্গে ।
ইদানিংকালে কিছু একটা
উৎপাত করছে খুব উৎপাত করছে !
--------------------------------------11-10-2018
,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment