-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
আমি দেখেনি ,
আমি দেখিনি ছিষট্টির সেই উত্তাল ছয় দফার অন্দোলন
কখনো দেখেনি রক্তে
রক্তে রঞ্জিত পীছ ঢাল রাজ পথ-
সম্মুখে শুনিনি বাঙ্গালী
মুক্তির সেই অমর কবিতা,
শুধু শুনেছি এক সিংহ
পুরুষের বিপ্লবী ইতিহাস, শুনেছি বজ্র কণ্ঠের হুঙ্কার!
শুনেছি এক স্পন্দিত
কবিতা
শুনেছি ৭ মার্চে রচিত
বাঙ্গালী মু্ক্তির নির্দেশনা ,
বঙ্গ বন্ধুর কালজয়ী
মহাকাব্য,
এবারের সংগ্রাম, মুক্তির
সংগ্রাম
এবারের সংগ্রাম, স্বাধীনতার
সংগ্রাম ।
আমি দেখেছি,
কলিতে কলিতে দেখেছি
–শাপলা ফুলে ফুলে দেখেছি –
এক চেতানার প্রতীককে
দেখেছি-
মু্ক্তি সংগ্রামকে
দেখেছি, এক বিজয়ের ফুলকে দেখেছি..
উন্নয়নের মহাসড়কে
উঠেছি..
আমি দেখেছি
পাঁপড়িতে পাঁপড়িতে
দেখেছি
ফোঁটে আছে সেই ছয়
দফার উত্তাল প্রতিচ্ছবি !
মাঝ খানে জেগে আছে,
বীর দর্পে জেগে আছে
এক প্রাবন্ত কলি
৭ মার্চের অমর কবি,
লাল-সবুজের স্থপতি
বঙ্গ বন্ধু- শেখ মুজিবর
রহমান ।
এতো নহে কোন সাধারণ
ফুল- এ যে এক বিজয় ফুল !
যেখানে আছে শুধু চেতনার
তরঙ্গ
আছে শুধু সংগ্রামের
স্পৃহা,
আছে শুধু বিজয়ের স্বপ্ন-
মুক্তি যুদ্ধের বিজয়
ফুল- লাল সবুজ পতাকা ।
-------------------------------------------29-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment