Tuesday, February 12, 2019

আমি তোমার আসামী




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক অবহেলার মঞ্চে দাঁড়িয়ে বলছি, এক অপরাধী হয়ে বলছি..
প্রেমের কাঠগড়ায় যদি বলো আসামী

আমি মাথা পেতে নিব, আমি চিৎকার করে বলে যাবো - আমি ভালবাসি
শুধু তোমাকেই ভালবাসি !
ফাঁসির মঞ্চে যেতে হয় যাব, অপমান সহ্য করতে হয় সইব..
স্বীকৃতি দেও বা না দেও তবু স্বীকার করে যাব….
আমি প্রেমের কাঙ্গাল, আমি প্রেমের ভিখারী.
আমি তোমার আসামী-

এক অবহেলার মঞ্চে দাঁড়িয়ে বলছি, এক অপরাধী হয়ে বলছি..
প্রেমের কাঠগড়ায় যদি বলো আসামী
আমি হাত বাড়িয়ে দিব, আমি পড়ে নিব প্রেমের শিকল..
আমি রক্তাক্ত হবো তোমার আঘাতে আঘাতে.
আমি খুলে দিবো  প্রণয়ের দুয়ার…
আলিঙ্গনে আলিঙ্গনে জাগিয়ে দিবো
তোমার সেই শাস্তির কাঠি!

তবু বলব না-কখনো বলব না- তুমি অন্যায় করেছো..
আমাকে আহত করেছো, আমাকে শাস্তি দিয়েছো
সব কেড়ে নিয়েছো
এক বিনিদ্র রজনী—

এক হৃদয়ের কথা বলছি, এক প্রেমিকা হয়ে বলছি…
স্বীকৃতি দেও বা না দেও..
আমি চিৎকার করে বলবো, সবাইকে জানিয়ে বলবো
আমি তোমার আসামী ! আমি তোমার আসামী !
---------------------------------28-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।








No comments:

Post a Comment