Tuesday, February 12, 2019

পারছিনা




                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
পারছিনা, বলতে পারছিনা, আমি বলতে পারছিনা..
সেই কথাটা বলতে পারছিনা…

যে আগুনে জ্বলছি আমি, যে তরঙ্গে ডুবছি আমি..
দেখছি শুধু তোমার মাঝে
চাইছি যাহা দিবা- সাঁঝে..
আসবে কি  নিশির ঘরে ?
দেখব তোমায় নয়ন ভরে
থাকবে তুমি আমার বুকে..
রাখব সেথায় চরম সুখে ।

পারছিনা, বলতে পারছিনা, আমি বলতে পারছিনা..
সেই কথাটা বলতে পারছিনা…
যে আগুনে জ্বলছি আমি, যে তরঙ্গে ডুবছি আমি..
----------------------------- 2810-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

No comments:

Post a Comment