-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
এক সমতল ভূমিতে দেখেছি
উঁচু পাহাড়ের যুগল..
যার উত্তাল জল ধারা
প্রবাহিত তলদেশে !
টিলা যুগল অপলক চেয়ে
আছে,শুধু চেয়ে আছে
এক ক্ষুধার্ত্ চিতার মতো !
তলদেশের স্রোতে স্রোতে
ব্যাকুল স্পন্দিত তরঙ্গ…
অগ্নির মতো স্ফুলিঙ্গ
ছড়াচ্ছে জল কণাগুলো !
অনুপম যুদ্ধের প্রতীক্ষায়
প্রহর গুনছে,অবিরাম প্রহর গুনছে
এক নির্ভিক সৈনিকের
অপেক্ষায়…
সমতল ভূমিতে জেগে
উঠা যুগল টিলাগুলো..
অপূর্ব্ ভঙ্গিতে চেয়ে
আছে এক স্বপ্নিন উত্তালে
তলদেশে তরঙ্গের উত্তেজনা
ফুসে উঠছে..
বড় বেশী জেগে উঠছে
তুমুল যুদ্ধে যুদ্ধে..
এ এক স্বর্গিয় যুদ্ধ
!
এ এক বন্ধনের যুদ্ধ
!
যেখানে নেই কোন জয়
পরাজয়ের হিসেব নিকেষ-
আছে শুধু প্রেম, আছে
শুধু স্বর্গিয় অনুভূতি !
এ এক বিপরীত মুখী
স্পন্দনের তরঙ্গ..
তপ্ত স্রোতের স্পর্শে
স্পর্শে এক স্বর্গিয় যুদ্ধ !
এক সমতল ভূমিতে দেখেছি
উঁচু পাহাড়ের যুগল..
যার উত্তাল জল ধারা
প্রবাহিত তলদেশে !
-------------------------------------28-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment