-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
যে কবিতার জন্য তুমি
আজ জগত বিখ্যাত
সে কবির কি খবর ?
যে শব্দের তরঙ্গে
তরঙ্গে মঞ্চ মাতালে..
যে ছন্দের তালে তালে
আপনাকে ভীড়ালে
বিশ্ব সেরাদের দলে
সেই জনককেই ভুলে গেলে
! খুব সহজেই ভুলে গেলে..
যে কবিতার জন্য তুমি
আজ জগত বিখ্যাত
সে কবির কি খবর ?
-------------------------------------------
25-10-2018 ।, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment