Sunday, February 10, 2019

একটু যদি




                                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এমন করে ফোঁটলে
যতই দেখছি ততই ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে..
একটু যদি !

সব এলোমেলো হয়ে যাচ্ছে. খুব এলোমেলো..
সেই ফুলগুলো এত অপূর্ব্ লাগছে কেন !
বার বার দেখতে ইচ্ছে করে..
একটু ধরতে ইচ্ছে করে
খুব ইচ্ছে করে.
সুবাসে সুবাসে হারিয়ে যাই ঠিক ভিতরে
পুস্পের ভিতরে,
মধুর শিরহণে..
খুব একান্তে
যেখানে শুধু
আমি আর তুমি !

এমন করে ফোঁটলে
যতই দেখছি ততই ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে..
একটু যদি !
-------------------------------- 25-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।



No comments:

Post a Comment