-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি সিঁধ কাটবো -
আমি চুরি করবো, আমি
ডাকাতি করবো
গভীর নিশিতে আসবো,
একা একা আসবো
নদীর জল নিবো, বাগানের
ফুল নিবো..
কানের দুল নিবো
বুকের প্রেম নিবো
আমি চুরি করবো তোমার
সব কিছু নিবো!
গভীর নিশিতে আসবো,
একা একা আসবো
----------------------- 25-10-2018 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment