Sunday, February 10, 2019

চল চল মসজিদে চল




                                            ি                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে মানব, ঈমান এনেছো যদি কায়েম কর নামাজ
ওই যে শুন, আযানের ধ্বনি বাজিছে মুধুর আওয়াজ…
ডাকিছে মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার..
চল চল মসজিদে চল দলে দলে চল
হই নত শির তাঁরই দরবার – ওহে ঈমানদার ।


কি পরিচয় আছে নামাজবিনে ওহে মুসলমান—
এ যে ব্যবধান মুমিন- ফাফেরে বলিছে আল- কোরআন
কে আছো এমন খুলিবে দুয়ার-
ওহে মুসাফির !
এ যে মুক্তির চাবি, এ যে মুক্তির  ঠিকানা তোমার ।

কি লাভ হবে যদি না জাগে গহিনের স্পন্দন !
জেগে উঠো ,জেগে উঠো তৌহিদী যত প্রাণ-
শুন হে শুন, ওহে শুন - কালিমা তইয়্যাবা দাবীদার
জাহেলী বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াও
এখনি রুখে দাঁড়াও
গর্জে উঠো , গর্জে উঠো আকেবার ।

তুমি ঈমানদার , তুমি সলেহিন, তুমি তৌহিদী প্রাণ-
তবে কিসের ভয় হে তামান পৃথিবীর মুসলমান..
সম্মুখে যখন  রাসূলের হাদিস এক আল্লাহর সংবিধান
আল- কোরআন, আল-কোরআন ।

ওহে মানব, ঈমান এনেছো যদি কায়েম কর নামাজ
ওই যে শুন, আযানের ধ্বনি বাজিছে মুধুর আওয়াজ…
ডাকিছে মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার..
চল চল মসজিদে চল দলে দলে চল
হই নত শির তাঁরই দরবার – ওহে ঈমানদার ।
------------------------------------- 27-10-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment