-কবি মোঃ
আমিুনল এহছান মোল্লা
তুমি বুঝলে না, তুমি
বুঝলেনা আমাকে..
এক স্পন্দিত অনুভবে খোঁজে বেড়াচ্ছি তোমাকে.
তুমি জেগে আছো, অবিরাম
জেগে আছো..
এক প্রবল প্রলয়ে প্রলয়ে..
তুমি ছাড়া কে থামাবে
বলো ?
কল্পনার স্রোতে স্রোতে
ভেসে যাচ্ছি এক অধরার সন্ধানে..
সমুদ্রে উত্তাল ঢেঁউ
!
থর থর কাঁপছে তরীর
মাস্তুল, সম্মুখ পথ বড় অন্ধকার
ঘন কুঁয়াশার চাঁদরে
ঢাকা
গহিনের ইচ্ছে গুলো
হে স্বপ্নের পূর্ণিমা
তুমি কি জাগবে না !
তুমি কি বুঝবে না,
আমি যে কতটা ব্যাকুল,
আমি যে কতটা দিশেহারা..
শুধু তোমাকে…………..
তুমি বুঝলে না, তুমি
বুঝলেনা আমাকে..
এক স্পন্দিত অনুভবে খোঁজে বেড়াচ্ছি তোমাকে ।
-------------------------27-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment