-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
একের পর এক অঙ্গিকার
ভেঙ্গে চলেছে গোলামেরা..
কথা ছিল প্রতিমুহূর্তে
জাগবে এ নিখিলের বুকে
শান্তির পতাকা উড়াবে
ক্ষণিকের ভাঁজে ভাঁজে
আত্নার আলোরা নিভে
গেছে, কিরণের তরঙ্গ থেমে গেছে
গহিনের সুরঙ্গ বড়
অন্ধকার !
মঞ্চের আড়ালে জোনাকিরা
উড়ছে, পথে ঘাটে ঘুরছে
দোকানে দোকানে আড্ডা
মারছে, অবিরাম চলছে বাতিলের মহরা
বাগান জুড়ে ফোঁটে
আছে
সুবাসে সুবাসে ভরে
গেছে..
পুস্পের ডানাগুলো.
অথচ নেই পুস্প প্রেমিক
মৌমাছিরা !
আত্নার আলোরা নিভে
গেছে, কিরণের তরঙ্গ থেমে গেছে
গহিনের সুরঙ্গ বড়
অন্ধকার !
--------------------------------27-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment