Sunday, February 10, 2019

ভেঙ্গো না, ভেঙ্গো না




                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আলো নেই আলো নেই - হে মুসাফির
এ অন্তরে আলো নেই ঐ বিধাতার !

আছে শুধু জাহেলী বাতিলের অন্ধকার !
আছে কিছু ক্ষণিকের দম্ভ হুঙ্কার
সত্যেরা পথ ভুলে গেছে ,
ভুলে গেছে সেই অঙ্গিকার…
কালো-সাদারা মিশে গেছে দুনিয়াবী মঞ্চে মঞ্চে…
তৌহিদী পতাকা লুটিয়ে গেছে.
হক-বাতিলের সন্ধিতে সন্ধিতে

গোলামেরা কক্ষ পথে নেই,দাসেরা নেই আপন নীড়ে.
ঠিকানাহীন পথে পথে
ছুটেছে তো ছুটেছে.
এক অবিনশ্বর দাবানলে !

ওহে আত্নারা নতশির হও ঐ বিধাতার..
ভেঙ্গো না,  ভেঙ্গো না- সেই অঙ্গিকার ।
--------------------------------27-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment