-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
চল রে চল ওয়াজে চল
- ওহে মুসাফির
শুনেছি আমি জ্বলছে
সেথায় কোরআন হাদিস নূর !
আয়রে তোরা ডাকছে তোদের
তৌহিদী বীর
নবীর পথে বলছে ওগো আল্লাহ সবের শীর-
কোরআন – হাদিস জানবি
তোরা আয় তোরা আয়
ওরে ভয় নেই,ওরে ভয়
নেই
মুক্তি পাবি আল্লাহ যদি চায়-
চল রে চল ওয়াজে চল
- ওহে মুসলমান..
হক- বাতিলের রাস্তা চিনে হ’রে আগোয়ান.
শয়তান নহে মুক্তি
তোর- ওহে পালোয়ান..
মুক্তি কেবল তোরই
প্রাণের হাদিস- কোরআন ।
চল রে চল ওয়াজে চল
- ওহে মুসাফির
শুনেছি আমি জ্বলছে
সেথায় কোরআন হাদিস নূর !
-----------------------------------27-10-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।
No comments:
Post a Comment