Sunday, February 10, 2019

অপরাধী




                                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমাকে বলছি, হে তোমাকে বলছি..
তুমি নও, তুমি নও অপরাধী

অপরাধী তোমার চোখ দু’টো…
এমন ভাবে তাকাও, খুব গভীরে তাকাও..
আমার ভিতরে তাকাও..
এমন করে তাকাও !
আর পারি না, সইতে পারি না..

মন চায় এখনি, একেবারে এখনি..
খুন করে ফেলি, তোমাকে খুন করে ফেলি
আঘাতে আঘাতে
চরম আঘাতে..
কাছে এসো না, এভাবে এসো না..
এভাবে গালে হাত দিয়ে বসো না
এমন করে তাকাও , এমন করে বলো-
অনেক লাগে, খুব লাগে- ঐখানে লাগে..

তোমাকে বলছি, হে তোমাকে বলছি..
তুমি নও, তুমি নও অপরাধী
অপরাধী তোমার চোখ দু’টো…
-------------------------------- 27-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



No comments:

Post a Comment