-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
আমি ছাড়ব না -তোমাকে
ছাড়ব না
একেবারে ছাড়ব না
- হে বর্ষা !
অঝোর জল ধারায় স্মান
করবো- আমি স্মান করবো..
এক উৎসবে নাচবো, তোমার
বুকে নাচবো.
উত্তাল জোয়ারে ভাসবো—
খুলে এসো ,
আকাশের চাঁদরটা খুলে
এসো, খুব কাছে এসো.
প্রবল বেগে এসো..
তোমার ঘর্ণি প্রলয়
আমি থেমে দিবো
শান্ত করে দিবো তোমার
প্রবাহ- হে বর্ষা !
আমি বীরের মতো ঝাঁপ
দিবো..
আঘাতে আঘাতে ঝাঁপ
দিবো..
তোমাকে রেখে দিব আমার
বক্ষ তলে
আমি ছাড়ব না -তোমাকে
ছাড়ব না
একেবারে ছাড়ব না
- হে বর্ষা !
---------------------------------
27-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment